ফুলতলা (খুলনা) প্রতিনিধি: বিল জাকাতিয়ার সৃষ্ট জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির সভা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ফুলতলা ইসলামী পাঠাগারে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম মোল্যা, কমিটির যুগ্ম সদস্য সচিব নূর ইসলাম গাজী ও এনামুল হোসেন পারভেজ, যুগ্ম আহবায়ক মাও. শেখ ওবায়দুল্লাহ, সমন্বয়ক ফিরোজ মোড়ল ও শাহীন সর্দার, কমিটির সদস্য সাংবাদিক শামসুল আলম খোকন, তাপস কুমার বিশ্বাস, নেছার উদ্দিন, শেখ মনিরুজ্জামান, সমন্বয়ক হাবিবুর রহমান সরদার প্রমুখ।
সভায় খুলনা জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিল ডাকাতিয়া জলাবদ্ধতা নিরাসন সংক্রান্ত আলোচনা, রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে ব্যাংক ও এনজিও এর নিকট থেকে মৎস্যচাষি ও কৃষকদের নেয়া ঋণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় এবং সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত গৃহিত হয়।