Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ১০:৩১:৩৯ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে নানা আয়োজনে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ বলেন, অল্প সময়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছে কালবেলা। অনিয়ম, দুর্নীতি, যে কোনো ব্যক্তিই হোক না কেন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাজেদ রহমান বকুল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তহীদ মনি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ। যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কালবেলা পত্রিকার যশোর প্রতিনিধি ইমরান হোসেন পিংকু।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)