Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শালিখায় প্লাস্টিক কারখানা বন্ধ, শতাধিক শ্রমিক মানবেতরে

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৯:৩৯:৪৭ পিএম

শালিখা প্রতিনিধি: শালিখার প্রতিবন্ধী তোয়েব আলীর বিশ্বাস এন্টারপ্রাইজ নামে প্লাস্টিক চূর্ণ তৈরি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক শ্রমিক প্রায় এক বছর বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিবেশীর প্রতিহিংসার কারণে এ সমস্যা হয়েছে বলে তোয়েব আলী জানায়।

রোববার ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখা যায়, বিশ্বাস এন্টারপ্রাইজ একটি ভাংড়ির দোকান। এর সাথে সংগতি রেখে তিনি একটি প্লাস্টিক চূর্ণ করা মেসিন বসিয়েছেন বাগানের মধ্যে নদীর কুলে। তার কারখানার দক্ষিণ ও পশ্চিমে বাগান, উত্তরে নদী ও পূর্বে কিছু দূরে একটি বাড়ি। মূলত তার কারখানার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার ব্রিগেডের  ছাড়পত্র, টিন সার্টিফিকেটসহ যাবতীয় কাগজ পত্র ঠিক এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকা সত্ত্বেও  অজ্ঞাত কারণে কারখানাটি চালু করতে পারছে না। এ কারখানায় শতাধিক নারী-পুরুষ কাজ করে জীবিকা নির্বাহ করে।

শ্রমিকরা জানান, এখানে কাজ করে আসছি। হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কাজ না থাকায় অর্থ অভাবে মানবেতর জীবনযাপন করছি।

কারখানা মালিক প্রতিবন্ধী তোয়েব আলী জানান, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে কারখানা করি। সকল কাগজ পত্র ঠিক থাকা সত্বেও কতিপয় ব্যক্তির প্রতি হিংসার কারণে চালু করতে পারছি না। অপরদিকে ঋণের কিস্তিও দিতে পারছি না। অতিসত্ত্বর যাতে কারখানাটি চালু করতে পারি এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)