নিজস্ব প্রতিবেদক: যশোরে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে সোমবার বিশ^ বসতি দিবস উদযাপন হয়েছে। ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ।
এ উপলক্ষে কালেক্টরেট সভা কক্ষে সকালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন,যশোর পৌরসভার অনেক বাড়ি নির্মাণের সময় আগুন নেভানোর জন্য সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি। এমনকি নির্মাণ করা হয়নি সেফটিক ট্যাংক। স্যুয়ারেজ লাইন করা হয়েছে নদীর সাথে। এমনকি শহরের অনেক সরকারি জায়গা বেদখল হয়ে গেছে। এতে করে শহরের প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে । তাই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এখন সময় এসেছে কাজ করার। এতদিন আমরা শুধু চাকুরি করেছি। এটা সম্ভব হয়েছে তরুণদের বিপ্লবের কারণে। শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করলে হবে না। দেশের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ জায়গা থেকে যদি সবাই তার দায়িত্ব পালন করেন তাহলে আমরা আরো এগিয়ে যাবো। সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে উন্নত রাষ্ট্র গঠন করা যায় সে বিষয়ে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। তরুণদের শক্তি ও মেধাকে যদি ভালো কাজে না লাগানো যায় তাহলে উন্নত রাষ্ট্র গঠন কখনোই সম্ভব না।
গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল)জুয়েল ইমরান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী এসএম হেলাল উদ্দীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ব্র্যাকের সমন্বয়ক আল মাসুর রহমান প্রমুখ।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র?্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী এসএম হেলাল উদ্দীন, প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনার সহকারী প্রকৌশলী দীপক কুমার সরকার, জাতীয় গৃহায়নের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশীদ, ব্র্যাকের সমন্বয়ক আল মাসুর রহমান প্রমুখ।