Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বে ইউএনও উছেন মে

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৭:১৩:২৩ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। রোববার বিকালে তিনি পৌরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার উছেন মে পৌরসভা প্রশাসকের দায়িত্ব পাওয়ায় একই সাথে তাকে উপজেলা চেয়ারম্যানসহ এ পদের দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তিনি তার অধীনস্থ ১৭টি সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ৫৬টি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত গত ১৮ আগস্ট স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী অধ্যাদেশে দেশের সকল পৌরসভার মেয়রদের পদ থেকে অপসারণ করা হয়। ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের এ প্রাচীনতম পৌরসভাটি প্রথম শ্রেণির মর্যাদা সম্পন্ন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)