কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে উপজেলার বারোবাজার ইউনিয়নে বারবাজার ডিগ্রি কলেজ ও বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করা হয়।
পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েন রানা জানান, সাবেক সফল ছাত্রনেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ অসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় কর্মসূচি পালিত হয় এবং এই কর্মসূচি উপজেলার প্রতিটি ইউনিয়নে অব্যহত থাকবে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদল এর আহবায়ক জুয়েল রানা, কলেজ ছাত্রদলের আহবায়ক সাজিদ হাসান জনি, জেলা ছাত্রদল এর যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ইশতিয়াক পারভেজ, বারবাজার ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক শাওন হোসেন, কোলা ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি আরিয়ান খান সুমনসহ বিভিন্ন শাখার নেতা কর্মী উপস্থিত ছিলেন।