লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি না করার দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। শনিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল লোহাগড়া উপজেলা ইউনিট অফিসের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল হান্নান, শেখ আবুল কাসেম, এসএ মাসুম হিসাম, মাহাবুবুর রহমান, জহিরুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল্লা,ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তোয়েবুল ইসলাম প্রমুখ।