Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুলিশ কোনো দলের না, রাষ্ট্রের : নতুন এসপি

এখন সময়: শনিবার, ১২ অক্টোবর , ২০২৪, ০৯:২৬:১৩ পিএম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নবাগত পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেছেন, পুলিশ কোনো দলের না, পুলিশ রাষ্ট্রের। পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। কোনো অপরাধী ছাড় পাবে না। বাগেরহাটকে মাদক, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় পুলিশ সুপার বলেন, পীর খানজাহান বাগেরহাটে এসে বাগেরহাট বাসীর মুখ উজ্জ্বল করেছেন। এ জেলায় পুলিশ সুপার হিসেবে আমার প্রথম কর্মস্থল। কর্মের মাধ্যমে আমিও আপনাদের পাশে থাকতে চাই।

শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাগেরহাটের গণমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকরা হলেন পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধ দমনে কাজ করে, সাংবাদিকরা তার লেখনির মাধ্যমে অপরাধীদের তথ্য প্রকাশ করে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। বাগেরহাটের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ রানা, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, গ্রাম্য দলাদলি, সড়কের শৃঙ্খলা, চুরি, সদর থানা দালাল মুক্তসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)