বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে পর্ণগ্রাফি আইনে মামলা প্রত্যাহারের জন্য গৃহবধূসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার ওড়াবুনিয়া গ্রামের ওই গৃহবধূসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা চেয়ে এ ব্যাপারে রামপাল থানা পুলিশের কাছে আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, রামপাল উপজেলা সদরের ওড়াবুনিয়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রীকে (২০) ভয়ভীতি দেখিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক গড়েন একই এলাকার কয়েকজন যুবক। একপর্যায়ে কৌশলে ওই গৃহবধূর অশ্লীল স্থির চিত্র ও ভিডিও ধারণ করে তারা। পরে ওই আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও দেখিয়ে আবারো ধর্ষণ করতে চাইলে বেঁকে বসেন গৃহবধূ।
এরপর তারা ওই গৃহবধূর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর অশ্লীল স্থির চিত্র ও ভিডিও ছড়িয়ে দেয়। এ ঘটনার পর গত ২১ মে ওই গৃহবধূ একই এলাকার হাসান শেখ, আ. মালেক শেখ, আবু তালেক শেখ, আবু দাউদ শেখ ও সাইদ শেখকে আসামি করে পর্ণগ্রাফি আইনে বাগেরহাটের আমলি আদালতে মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে আদালত রামপাল থানা কর্তৃপক্ষকে ‘এফআইআর’ গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে রামপাল থানা পুলিশ ‘এফআইআর’ গ্রহণের পর অভিযান চালিয়ে প্রধান আসামি হাসান শেখকে (৩৫) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
ওই মামলা থেকে বাঁচতে উল্টো ওই গৃহবধূর স্বামীসহ পরিবারের সদস্যদের নামে বিভিন্ন হয়রানিমূলক মামলা করা হয়। এখন পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলাটি প্রত্যাহার না করলে ওই পরিবারের সব সদস্যদের হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে জানান গৃহবধূর স্বামী হাসিবুর রহমান।