বাগেরহাট প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃৃষি বিপণন অধিদপ্তর জেলা সদরের পাইকারী ও খুচরা বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকালে বাজার পরির্দশনকালে আড়তদার ও ব্যবসায়ীবৃন্দের সাথে নিত্যপ্রয়োজনীয় কৃৃষি পণ্যের মূল্য, সরবরাহ ও পরিবহন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ ও যৌক্তিক পণ্য বিক্রয় তালিকা প্রদর্শনের নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে জানান জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।