ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় হামলা, ভাঙচুর, চাঁদাবাজসহ যে কোন ধরনের নৈরাজ্য প্রতিহত করবে উপজেলা বিএনপি। সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ রেখে মিলে মিশে বসবাস করতে চাই। হিন্দু সম্প্রদায়ের আগত দুর্গাপূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান আগের চেয়েও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। এজন্য সকল সহযোগিতা ও পাশে থাকবে উপজেলা বিএনপি। দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গোটা দেশকে একটি শান্তির জনপদ হিসেবে দাঁড় করানো হবে এটাই আমাদের অঙ্গীকার। এজন্য আমরা বদ্ধ পরিকর। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি আয়োজিত রঘুনাথপুর বাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল মালেক, সেখ হাফিজুর রহমান, সেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, সেখ শাহীনুর রহমান, নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, মাস্টার আমিরুল হালদার, অধ্যাপক আমানুল্লাহ, অ্যাডভোকেট অশোক কুমার সিংহ, মাস্টার আইয়ুব মাহমুদ, সেলিম হালদার, তপন কুমার রাহা, অশোক আচার্য, অভিজিৎ কুন্ডু, পরিমল কুন্ডু, পরিতোষ বৈরাগী, প্রদীপ দেবনাথ, টুটুল কুণ্ডু, জয়দেব সাহা, অমর সাহা দীলিপ মন্ডল, তরুণ পালসহ অনেকে।
এর আগে ও পরে দিনব্যাপী আয়োজিত সমাবেশে সদর কালিবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল বৈরাগীর দিক নির্দেশনায় উপজেলার মিকসিমিল মন্দির , শোলগাতিয়া শ্রী শ্রী পঞ্চানন মন্দির, বান্দাবটতলা মন্দির, মধুগ্রাম রাজবংশীপাড়া মন্দির, কুলাটি সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন মন্দিরে শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে আটলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের আয়োজনে ইউনিয়নের সুন্দরবন ব্রিজের মাথা, বয়ারসিং বাজারসহ একাধিক স্থানে অনুরূপ শান্তি সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে মাতৃ মন্দিরে সামনে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন অজিত কুমার সরদার। উত্তম কুমার মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য পতিরাম মন্ডল, স্বপন কুমার সরদার, শিক্ষক শিশির মণ্ডল, পুষ্পক সরদার, আব্দুস সালাম, বিষ্ণুপদ মণ্ডল প্রমুখ।
এছাড়া মাদারতলা বাজারে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, জামায়াত আমীর মাও. মুক্তার, মাও. মেসলেম উদ্দিন, বিএনপি নেতা আহম্মদ আলী ফকির, লিটন গোলদার, গফ্ফার শেখ, মো: আব্দুর রশিদ শেখ, জামায়াত নেতা আবুল বাশার খান, বিএনপি নেতা অরুন গোলদার, স্বপন মিস্ত্রী, কাশেম মোল্যা, ইসরাফিল, সুজিত মন্ডল, অচিন্ত মিস্ত্রি, মেহেদী হাসান প্রমুখ।