জীবননগর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জীবননগরে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর জীবননগর বাজারের তরফদার নিউ মার্কেটে কাপড় ব্যবসায়ী কমিটির আয়োজনে এই দোয়ার আয়োজন করা হয় । দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জীবননগর কাপড় ব্যবসায়ী কমিটির সভাপতি আলমাছ উদ্দিন (ডাবলু) ও সাধারণ সম্পাদক মো. ওবাদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির এবং পৌর যুবদলের আহ্বায়ক হয়রত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন সংবাদপত্রের এজেন্ট জাকির হোসেন লিটন, মশিয়ারসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী, কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।