Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:১৪:৫৩ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে সড়কের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নওয়াপাড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়ার গুরুত্বপূর্ণ নূরবাগ, স্বাধীনতা চত্বরসহ বিভিন্ন রাস্তার মোড়ে দায়িত্ব পালন করেন। কারো হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি।

উপজেলার শংকরপাশা গ্রামের রিকশাচালক সাগর হোসেন জানান, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, দেখে খুব ভালো লাগছে। নওয়াপাড়া শহরের ব্যস্ততম এলাকায় যানজট লেগে থাকতো। অথচ শিক্ষার্থীরা পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে। কোন যানজট বা ভোগান্তি চোখে পড়েনি।

উপজেলার একতারপুর গ্রামের পথচারী শাহ্ আলম বলেন, আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে। নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক। শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করছে, দেখে খুব ভালো লাগছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভয়নগরের অন্যতম সমন্বয়ক সিয়াম আহমেদ বলেন, সকাল থেকে নূরবাগ বাসস্ট্যান্ডে অবস্থান করি। যাতে যানজট না হয়। বিভিন্ন বিদ্যালয়ের রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছি। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জানান, শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্যাপ ও স্যালাইন দিয়ে সহযোগিতা করেছি। তাদের যদি কোন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা পূরণ করবো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)