নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৪০তম সাহিত্যসভা শুক্রবার সকালে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ রাজু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, এম এ কাসেম অমিয়, আমির হোসেন মিলন, শাহরিয়ার সোহেল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, চিত্রশিল্পী কৃষি গৌতম।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি এডিএম রতন, আহমেদ মাহাবুব ফারুক, রাশিদা আখতার লিলি, ভদ্রাবতী বিশ^াস, অরুণ বর্মন, অ্যাড. মাহমুদা খানম, নূরজাহান আরা নীতি, কাজী নূর, সঞ্জয় নন্দী, করিম আনোয়ার, মো. মনিরুজ্জামান, রবিউল হাসান, শরীফ হোসেন ধীমান, আমিনুর রহমান প্রমুখ।
সভার শুরুতে কোটা আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে সাহিত্য সভাটি তাদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।