অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে মাদক সেবন ও বহনের অপরাধে তারেক মোল্যা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১শ’ টাকা জরিমানা করা হয়। রোববার মধ্যরাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ডোমরা চন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের সামনে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। দণ্ডপ্রাপ্ত তারেক মোল্যা সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের লোকমান মোল্যার ছেলে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন- ‘রোববার রাত ১২ টার দিকে সিদ্ধিপাশা ইউনিয়নে অভিযান চলাকালে তারেক মোল্যা নামে এক যুবককে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ওই ব্যক্তি মাদক সেবন ও বহনের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাকে ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।’