Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এখন সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি , ২০২৬, ০১:২৮:১১ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। পরে এক জুম মিটিংএ যোগ দেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আব্দুল্লাহ আল মাসউদ। যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, পাট কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহারিয়ার আকাশসহ গণমাধ্যম কর্মীগণ। শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলগুলি ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)