কেশবপুর প্রতিনিধি : শোকের মাস আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কেশবপুরে শোক মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই শোক মিছিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফুর গফফার, যুগ্ম আহবায়ক এম এ হাসান, আওয়ামী লীগ নেতা কবির হোসেন, পৌর যুবলীগ নেতা জয় ভদ্র, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পলাশ কুমার মল্লিক ও ছাত্র লীগ নেতা হাবিবুর রহমান খান মুকুলসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।