নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর:যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের মূল দাবিটিকে ভিন্নখাতে প্রবাহিত করে নাশকতা করছে বিএনপি-জামায়াতের লোকজন। কোটা আন্দোলনের সাথে মেট্রোরেল, সেতু ভবন, ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তরের কি সম্পর্ক সেটা আমার বোধগম্য হয় না। তাই শপথ নিতে হবে- বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই দেয়া হবে না। যেখানেই বিএনপি-জামায়াত সন্ত্রাস-নাশকতা করবে, সেখানেই প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, দুর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাজহারুল আনোয়ার, চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার প্রমুখ।