নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ জুলাই যশোর সিভিল সার্জন অফিসের ৩য় ও ৪র্থ শ্রেণির জনবল নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষার জন্য সরকারি এম এম কলেজসহ মোট ৪০ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী পরীক্ষা কার্যক্রম চলবে।
বুধবার (১০ জুলাই) দুপুর ১২ টায় নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
সিভিল সার্জন জানান, ৩য় ও ৪র্থ শ্রেণির ১৯৯ টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩৫ হাজার ৪৪১ জন চাকরি প্রত্যাশী আবেদন করেন। সকল প্রকার দুর্নীতিমুক্ত ও ঘুষ বাণিজ্য ছাড়াই চাকরি দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, নিয়োগে অফিসপ্রীতি, স্বজনপ্রীতি, সাংবাদিকপ্রীতিসহ কোনো প্রকার প্রীতির সুযোগ দেয়া হবে না। টাকায় চাকরি নয়, মেধাবীদের বেছে নেয়া হবে। কেউ চাকরি পাইয়ে দেয়ার কথা বলে অর্থ হাতানোর চেষ্টা করে তাহলে ধরে নিতে হবে নিশ্চিত প্রতারকের কবলে পড়েছেন।
সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিয়োগ সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র তৈরি করা হবে। আর পরীক্ষার দিন সকালে কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে। যারা প্রশ্ন নিয়ে কেন্দ্রে ঢুকবেন তারা পরীক্ষা শেষের আগে বাইরে বের হতে পারবেন না। ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো ভয় নেই। নিয়োগ বোর্ডে থাকা ৫ জন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর কোনো প্রকার ডিভাইস ব্যবহার করবেন না।
সিভিল সার্জন আরও জানান, ১৫০ জন শিক্ষক পরীক্ষার খাতা দেখবেন। খাতা দেখা সম্পন্ন হলেই ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় পাস করার পর কোটায় আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি, ডা. অনুপম দাস প্রমুখ।