নিজস্ব প্রতিবেদক, চৌগাছা : চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের শেষ দু’ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ ও ফুলসারা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নিয়ে ১-০ গোলের ব্যবধানে পৌরসভা ফুটবল একাদশ ফুলসারা ফুটবল একাদশকে পরাজিত করে সেমি ফাইনালে ওঠে।
অপর খেলায় অংশ নেয় পাশাপোল ও হাকিমপুর ফুটবল একাদশ। খেলার শুরু থেকে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলতে থাকে। বিরতির আগে উভয় দল ১টি করে গোল করে। বিরতির পর গোল পেতে মরিয়া হয় উভয় দল। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোলের দেখা পায় হাকিমপুর ফুটবল একাদশ। আর কোন গোল না হওয়ায় ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে হাকিমপুর ফুটবল একাদশ।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন চৌগাছা পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিন, পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, শিক্ষক রবিউল ইসলাম, ফিরোজ কবির প্রমুখ।