নিজস্ব প্রতিবেদক : যশোর জেলার সদর ও ঝিকরগাছা উপজেলার ৫০০ পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ হাজার আম, আমড়া, নীম, সফেদা, মাল্টা এবং নারকেল গাছ উপহার দিয়েছে নবচেতনা নামক সামাজিক সবুজপ্রেমী সংগঠন। উপস্থিত ছিলেন প্রজেক্ট এগনিস্ট প্লাস্টিক এর প্রতিষ্ঠতা নাসিম তালুকদার নবচেতনার সভাপতি, সাংবাদিক মনিরুজ্জামান মুনির, নবচেতনার প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী প্রমুখ।