Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার ১

এখন সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর , ২০২৪, ১০:৪৫:০৬ এম

 

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লিটন শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সন্নাসগাছা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ওই গ্রামটির আলমসাধু চালক লিটন শেখ এলাকার একটি মাছের ঘেরে ঘাস কাটছিলেন। তখন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীও সেখানে ঘাস কাটতে গেলে তাকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান লিটন। এ ঘটনায় ওই ছাত্রীর মা শুক্রবার থানায় লিটন শেখের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় বলেন, গ্রেপ্তার হওয়া লিটন শেখকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া মেডিকেল পরীক্ষা ও জবানবন্দির জন্য ছাত্রীটিকে যশোরে পাঠানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)