শরণখোলা উপজেলা চেয়ারম্যান হলেন শান্ত

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৪:১৪:৩৯ পিএম

 

শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (আনারস) রায়হান উদ্দিন আকন শান্ত, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (চশমা) হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস) হাসি আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত রায়হান উদ্দিন শান্ত এর (আনারস) প্রাপ্ত ভোট   ৩০১৯২, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান মিলন (দোয়াত কলম) ১৮৮১৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হাসানুজ্জামান পারভেজ (চশমা) পেয়েছেন ১৬৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম সবুজ (টিউবওয়েল) ১৫৩৪৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহিমা আক্তার হাসি (কলস) ২৩৪১৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিখা আক্তার (ফুটবল) ২২৩৩৩ ভোট পেয়েছেন।

রোববার রাতে উপজেলা নির্বাচনের কন্ট্রোলরুম থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা এনায়েত হোসন এ ফলাফল ঘোষণা করেন। উপজেলার চার ইউনিয়নের ৩৬ কেন্দ্রে শতকরা ৪৯.৫৪% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।