নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরে উদ্যোগে ২৩৮তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৭ জুন) সকালে শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, গীতিকার মোকাম আলী খান ও কবি অ্যাড. জিএম মুছা, কবি অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি রাশিদা আখতার লিলি।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সহসভাপতি কবি আমির হোসেন মিলনের পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন এডিএম রতন, এম এ কাসেম অমিয়, শাহরিয়ার সোহেল, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ^াস, আহমেদ মাহাবুব ফারুক, অরুণ বর্মন, আতিয়ার রহমান, সুমন কুমার বিশ^াস, সঞ্জয় নন্দী, মো.নাসির উদ্দিন, এএফএম মোমিন যশোরী, রেজাউল করিম রোমেল, সীমান্ত বসু, আমিনুল ইসলাম, এম এম মনিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম প্রমুখ।