ক্রীড়া প্রতিবেদক: এক্সিম ব্যাংক ৩৫ তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বিদায় নিলো যশোর জেলা দল। বৃহস্পতিবার দুপুরে ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় বাংলাদেশ আনসারের কাছে ৫৯-৯ গোলের বড় ব্যবধানে হেরে যায় যশোর জেলা দল। এর আগে সকালে কোয়ার্টার পর্বের খেলায় মাদারীপুর জেলা দলকে ৩৪-২৬ গোলের ব্যবধানে পরাজিত করে যশোর জেলা দল। এ জয়ে সেমিফাইনালে ওঠে যশোর। যশোর জেলা দলের অর্পিতা কুন্ডু ৯ টি, ঝুমুর ইয়াসমিন ৮ টি, শশী ৬ টি, ফারজানা আক্তার ৫ টি, সাদিয়া খাতুন ৩ টি এবং সাজিদা ইয়াসমিন ২ টি গোল করেন। বুধবার ৩১-২ গোলের বিশাল ব্যবধানে বাগেরহাট জেলা দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো যশোর। এর আগে টানা ২ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন দল হিসেবে দ্বিতীয় রাউন্ড উঠেছিলো যশোর। আজ শুক্রবার সকাল ১১ টায় ৩য়/ ৪র্থ স্থান নির্ধারনী ম্যাচে যশোর জেলা দল খেলবে জামালপুর জেলা দলের সাথে।