প্রেসবিজ্ঞপ্তি : যশোরের নতুন উপশহর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী মমতা রানী বিশ্বাসের শ্রাদ্ধ অনুষ্ঠান আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে। অবসর গ্রহণের পর থেকে তিনি যশোর উপশহর এফ ব্লক-২০২ নং বাড়ির বাসিন্দা ছিলেন। গত ২০ ডিসেম্বর সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে তিনি নিরহংকারী, সদালাপী, পরোপকারী এবং বন্ধুবৎসল হিসাবে সুপরিচিত ছিলেন।
শ্রীমতী মমতা রানী বিশ্বাস নড়াইলের ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৬৮ সালে বিএ পাস করে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তার প্রয়াত স্বামী মুক্তিযুদ্ধের সংগঠক শ্রী সুশীল কুমার রায়ের সাথে সার্বক্ষণিক সহযোগী হিসাবে সহায়তা প্রদান করেন। স্বাধীন বাংলাদেশে তিনি নতুন উপশহর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে যোগদান করে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ কর্মজীবন শেষ করেন। চাকরিরত থাকা অবস্থায় তিনি খুলনা টিচার্চ ট্রেনিং কলেজ থেকে বিএড ট্রেনিং সম্পন্ন করেন। তার স্বামী সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে অবসর গ্রহণ করেন।
প্রয়াতের জ্যেষ্ঠ সন্তান প্রকৌশলী সুজিত কুমার রায় স্বনামধন্য প্রতিষ্ঠান জিবিবি লি.-এর পরিচালক হিসাবে ঢাকায় কর্মরত আছেন। কনিষ্ঠপুত্র অ্যাপোলো হাসপাতালের প্রাক্তন সার্জন ডা. সুমন কুমার রায় বর্তমানে ঢাকার গ্রিণ লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পেশাগত অনুশীলন করছেন। একমাত্র কন্যা শিপ্রা রায় আর এইচ স্টেপের প্রাক্তন উপদেশক।