Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

এখন সময়: সোমবার, ২৯ ডিসেম্বর , ২০২৫, ১১:৩৫:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরে দুই কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মহেশপুর পৌর এলাকার জলিলপুর হাজীপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই গ্রামের ইছাহক আলীর ছেলে মোস্তাক আহম্মেদ, তার স্ত্রী মনোয়ারা খাতুন ও পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার নারায়ণপুরের তৈয়ব আলীর ছেলে সাহারব আলী। এ ঘটনায় অপর মাদক কারবারী জলিলপুর ক্যাম্প পাড়ার জামির মন্ডলের ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছে।
পুলিশ জানায়, ১নম্বর আসামি মোস্তাক আহম্মেদের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে খড়ির মাচার ভিতর থেকে বস্তায় বন্দি কসটেপ মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় ও তিন কারবারীকে আটক করা হয়। এ সময় অপর এক মাদক কারবারী পালিয়ে যায়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)