তালায় আগুনে ভস্মীভূত ঘরবাড়ি,  ১১  পরিবার খোলা আকাশের নিচে

এখন সময়: শনিবার, ৪ মে , ২০২৪, ১০:৫০:৩২ এম

 

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে আগুনে পুড়ে ১১ টি পরিবারের ১৩ টি ঘর ভস্মীভূত হয়েছে।

সোমবার গভীর রাতে তেতুলতলা ইকরাজ শেখের বাড়ি থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে এলাকাবাসী জানায়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরগুলোয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সাতক্ষীরার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শিমুল রানা বলেন, সোমবার রাতে আগুন লাগলে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সাতটি বসত বাড়ি,ছয়টি রান্নাঘর গোয়ালসহ ১৩টি ঘর পুড়ে যায়। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বাড়িতে ছিলেন না । তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। আগুনে সাতটি ঘরের সবকিছুই পুড়ে গেছে, বাকি ৬টি বিভিন্ন ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি নগদ অর্থসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি আলাউদ্দিন মেম্বর জানান,আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর দু,টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে জীবন যাপন করছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।