আশাশুনির তিতুখালী জলমহাল নিয়ে অভিযোগের তদন্ত সম্পন্ন

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৩:০৫:৩২ পিএম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দলের তিতুখালী সরকারি জনমহালের ইজারা বাতিলের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে তিন সদস্যের তদন্ত কমিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সহকারী সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মন্ডল ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক সরেজমিনে তদন্ত করেন।

এ বিষয়ে তদন্ত কমিটি জানান, সরেজমিনে উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগটির তদন্ত করেছি। কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে বড়দল উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারাকৃত বুড়িয়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত তিতুখালী ১১২,২৭০,১৭৫ দাগের ২৫ একর ৫০ শতক জমি জল মহলটির ইজারা বাতিলের জন্য একই গ্রামে মৃত কোমর উদ্দিন সানার ছেলে জহুরুল হক সানা (জলম) লিখিত অভিযোগ দেন।