বারোবাজার ডিগ্রি কলেজে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাত, নারীর বিরুদ্ধে মামলা

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ মে , ২০২৪, ০৮:০৭:২৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার ডিগ্রি কলেজে এমএলএসএস কাম কম্পিউটার পদে চাকরি দেয়ার নামে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাসলিমা আক্তার শামীমা নামে এক নারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের মুরাদগড় গ্রামের আব্দুল কাদেরের মেয়ে লিমা খাতুন বাদী এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি তাসলিমা আক্তার ঝিনাইদহ কালীগঞ্জের বাদেডিহি গ্রামের মফিজুর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রাজু আহমদ।

 মামলার অভিযোগে জানা গেছে, আসামি তাসলিমা আক্তার নিজেকে বারোবাজার ডিগ্রি কলেজের এমএলএসএস কাম কম্পিউটার পদে কর্মরত আছে বলে পরিচয় দেয় লিমা খাতুনের কাছে। এরপর লিমাকে সে জানায় এ পদে আরও একজন দক্ষ লোক নিয়োগ দেয়া হবে। এ পদে তাকে চাকরি দেয়ার কথা বলে লিমা খাতুনের কাছে ৩ লাখ টাকা দাবি করে তাসলিমা আক্তার। লিমা খাতুন তার প্রস্তাবে রাজি হয়ে ২০২২ সালের ৬ অক্টোবর থেকে ২০২৩ সালের ১৮ জুলাইয়ের মধ্যে তাসলিমা আক্তারকে ৩ লাখ টাকা দেন। এরপর তাসলিমা তাকে চাকরি না দিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে লিমা খাতুন খোঁজ নিয়ে জানতে পারে কলেজ কর্তৃপক্ষ কোনো নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি। তাসলিমা আক্তার নিয়োগ দেয়ার ভুয়া কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে এ টাকা আত্মসাত করেছে। পরবর্তীতে টাকা আদালতে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছে।