যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন নির্বাচন

বর্তমান কমিটির দুর্নীতি, অনিয়ম ও অস্বচ্ছতার বিরুদ্ধে হারুন-বাচ্চু-মিঠু পরিষদের সংবাদ সম্মেলন

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৮:১৮:২৫ পিএম

 

 

ক্রীড়া প্রতিবেদক:  যশোর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন নির্বাচন আগামী ২০ এপ্রিল। বর্তমান কমিটির দুর্নীতি ও অনিয়ম করেছে বলে অভিযোগ তুলে হারুন-বাচ্চু-মিঠু পরিষদ সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকেলে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহসভাপতি প্রার্থী খুরশিদ মোহাম্মদ জাকির হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি বর্তমান কমিটি নির্বাচিত হয়ে অঙ্গীকার করে, ভেদাভেদ ভুলে সকল সদস্যদের গঠনমূলক মতামত নিয়ে এসোসিয়েশন পরিচালনা করা হবে। কিন্তু ২০ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে তাদের স্বরূপ উন্মোচিত হতে থাকে। যে সব রেফারি বিপক্ষে নির্বাচন করেছেন তাদেরকে খেলা পরিচালনার সুযোগ দেয়া হবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেন। যোগ্যতা সম্পন্ন রেফারি থাকার পরেও অন্যান্য রেফারি দিয়ে খেলা পরিচালনা করেছেন। ফুটবল রেফারি এসোসিয়েশনের মাদার সংগঠন জেলা ফুটবল এ্যাসোসিয়েশন। জেলা ফুটবল এসোসিয়েশনের নিয়ন্ত্রণাধীন সকল খেলায় রেফারি এসোসিয়েশনের নিকট রেফারি চাইলে এসোসিয়েশন রেফারি সরবরাহ করতে বাধ্য। কিন্তু ১ম বিভাগ ফুটবল লিগ-২০২৩ পরিচালনার জন্য রেফারি এসোসিয়েশনের কাছে রেফারি বরাদ্দের পত্র প্রেরণ করার পর রেফারি দেয়নি। এ ধরণের সিদ্ধান্ত  গঠনতন্ত্রের ধারা ‘৬’ এর ক ও খ অনুচ্ছেদের সুস্পষ্ট লংঘন করা হয়েছে। বর্তমান কমিটি নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন যে, খেলা পরিচালনা করতে হলে এসেসিয়েশনের অনুমতি নিতে হবে। কিন্তু গঠনতন্ত্রের কোন ধারায় এ ধরণের নিয়ম নেয়। আসন্ন নির্বাচনে সহসভাপতি শহিদুর রহমানের স্বাক্ষর জাল করে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভোটার  তালিকা নিয়েও অনিয়ম করেছে এ কমিটি। এছাড়া বার্ষিক বনভোজন ও খুলনা জেলা রেফারী এসোসিয়েশন ও যশোর জেলা ফুটবল রেফারীদের মধ্যে প্রীতি ফুটবল খেলার টাকা সভাপতি ও পুলিশ সুপার দিয়েছেন বলে জানতে পারি। তারপরও ৬০ হাজার চাঁদা বাবদ নেয়া হয়েছে। প্রশাসনের মাধ্যমে ১শ’ বস্তা ও আলাদা ২ টন চাল রেফারিদের মধ্যে সুষ্ঠু বন্টন করা হয়নি এবং চাল বিক্রি করে সমিতির একাউন্টে সেটি জমা দেয়নি। এমত অবস্থায় আসন্ন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের দিন সকালে (২০ এপ্রিল) অল্প সময়ের জন্য সাধারণ সভার আহবান করছেন বর্তমান কমিটি। যেখানে আমাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবো বলে মনে হয় না। এ বিষয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন নেতৃবৃন্দ।