মোরেলগঞ্জে প্রশিক্ষণ

এখন সময়: বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ১০:০৬:৫৮ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা র্ডপ ইভল্ভ প্রকল্পে’র উদ্যোগে উইরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাসের অর্থায়নে দুই দিনব্যাপী নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মিম কমিউনিটি সেন্টারে গত বুধ ও বৃহস্পতিবারের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইভল্ভ কর্ম এলাকার ছয় ইউনিয়নের দুইজন করে ইউপি সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি।

সভায় প্রশিক্ষণ দেন প্রোগ্রাম ম্যানেজার হেলভেটাস বাংলাদেশ ও প্রতিভা বিকাশ সরকার প্রকল্প সমন্বয়কারী র্ডপ।

প্রশিক্ষণে স্থানীয় সরকারকে জোরদার করা ও এলাকার যে কোনো সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে ‘পেপা’ বিশ্লেষণ করে তার সমাধান বের করা।