লক্ষাধিক টাকা ফেরত পেলেন নড়াইলের বিকাশ এজেন্ট

এখন সময়: বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ১০:১০:৫৫ এম

 

ফরহাদ খান, নড়াইল: নড়াইলের এক ভুক্তভোগীকে পটুয়াখালী থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) অফিসে ভুক্তভোগীকে এক লাখ ৫শ’ টাকা হস্তান্তর করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। ভুক্তভোগী বিকাশ এজেন্ট নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের রাজু আহমেদ মোল্যা উদ্ধারকৃত টাকা পেয়েছেন।

তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুলবশত অন্য নাম্বারে এক লাখ ৫শ’ টাকা পাঠিয়ে দিই। এরপর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে জানালে পুলিশ কর্মকর্তারা উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধারকৃত এ টাকা পেয়ে ভীষণ খুশি আমি। এজন্য পুলিশ সুপার মেহেদী হাসান স্যারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাজু আহমেদ মোল্যার অভিযোগের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসানের দিকনির্দেশনায় লক্ষাধিক টাকা উদ্ধারে কাজ শুরু করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। সিসিআইসি’র ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহ্ দারা খানের তত্ত্বাবধানে এসআই ফিরোজ আহম্মেদ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারেন ভুলবশত বিকাশে পাঠানো লক্ষাধিক টাকা পটুয়াখালীর সদর থানা এলাকায় চলে গেছে। এরপর সিসিআইসি শাখার সদস্যরা অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে ওই টাকা উদ্ধার করে গত রোববার দুপুরে ভুক্তভোগী রাজু আহমেদ মোল্যাকে হস্তান্তর করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, পুলিশ পরিদর্শক শাহ্ দারা খান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাব্বিরুল আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।