Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৯:১৩:৩৪ পিএম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলা ১৪৩১ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা খাতুন মিলি, কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এসআই বিশ্বজিৎ ঘোষ, ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়্যার হাউজ ইন্সপেক্টর নুরুল ইসলামসহ সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সরকারি নির্দেশনা মেনে বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হবে। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)