ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় গরুর মাংসের দোকানে মূল্য তালিকায় ৭শ’ টাকা লেখা থাকলেও ভোক্তা পর্যায়ে সাড়ে ৭শ’ টাকা কেজি দরে বিক্রি করায় মুছা মোল্যাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় অপর দুই মুদি দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।