প্রতিষ্ঠাবার্ষিকীতে আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের পদক প্রদান

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ১০:৪৫:০০ পিএম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের  ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৬ জেলার ৮ জনকে সমাজসেবা পদক দেয়া হয়েছে। পদকপ্রাপ্তরা হলেন, মাগুরা সদরের প্রফেসর দেলোয়ার হোসেন, সদরের আলোকদিয়া গ্রামের ডা. আব্দুল রাজ্জাক মোড়ল, যশোর সদরের আমরা ধুমপান নিবারণ করি আধুনিক নামক সংগঠন, রংপুরের ফারজানা বেগম, মিরপুর ঢাকার ডা. আনোয়ার এইচ, বিশ^াস, উপশহর যশোরের মোঃ আহসান হাবিব ও ফরিদপুর জেলার ফয়সল আলী।

শনিবার বিকেলে সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু প্রধান অতিথি হিসেবে পদক প্রাপ্তদের মাঝে সম্মাননা মানপত্র প্রদান করেন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশ^াস মো. ওহিদুজ্জামান। অনুষ্ঠানে মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আহবায়ক বাসুদেব কুন্ডু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির, মাগুরা সরকারি কলেজের অধ্যাপক মোল্যা আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সদস্য, শিক্ষার্থী সুধিজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।