নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ সদর আসনে নৌকা মার্কার সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এ সময় তার অনুসারীরা সাথে ছিলেন।
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, আমি পাঁচ বছর যশোর পৌরসভার মেয়র ছিলাম। মেয়র থাকাকালীন এ শহরের নাগরিক সেবার মান উন্নয়ন ও শহরের উন্নয়নে জন্য অনেক কাজ করেছি। জীবন যাত্রার মান উন্নয়নেরও অনেক কাজ করেছি। সে সময়ে যশোরের মানুষ প্রশাসন, সাংবাদিক ভাইয়েরা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা পেয়েছি। যার ফলে যশোরকে পাঁচটি বছরের মধ্যে পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত টাকায় এ শহরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সেটিকে সামনে রেখেই এবারের জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসীর প্রত্যাশা ছিল আমাকে যেন দলীয় মনোনয়ন দেয়া হয়। সেই মনোনয়ন পাওয়া থেকে আমি বঞ্চিত হয়েছি। নেত্রী যশোরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে দলীয় প্রার্থী মনোনীত করেছেন।
তিনি বলেন, আমি মেয়র হিসেবে ভোট করেছিলাম নৌকা প্রতীক নিয়ে। আমি মুক্তিােদ্ধা পরিবারের সন্তান, ছোট বেলা থেকে এ দল করে আসছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমি বিশ্বাসী ও সৈনিক, শেখ হাসিনার একজন কর্মী। সে লক্ষে সংসদ নির্বাচনে যশোরবাসী এত ভালবাসা আমার প্রতি জানিয়েছেন তার প্রতি আমি সর্ব প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলের চাহিদা ছিল আমি এবার ভোটে দাঁড়ায়। যেহেতু মনোনয়ন পায়নি, শেখ হাসিনার নির্দেশনা সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নৌকায় ভোট দেয়ার জন্য সকলে প্রতি আহবান জানাচ্ছি। উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম উদদ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদসহ নেতৃবৃন্দ।