Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒আজ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাই

যশোরে ৬ নৌকার মাঝিসহ ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১১:১৬:২২ এম

মিরাজুল কবীর টিটো: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যশোরের ৬টি আসনে ৬ নৌকার মাঝিসহ মোট ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার এসব প্রার্থী স্ব স্ব উপজেলার নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে বুধবার যশোর-১ শার্শা আসনে আলহাজ শেখ আফিল উদ্দিন এমপিসহ আরো তিন আসনে চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করার শেষ দিন ছিল। সোমবার থেকে বুধবার পর্যন্ত মোট ৫১ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। কিন্তু জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৪৬ প্রার্থী মনোনয়নপত্র জমা পড়ে।

যশোর-১ (শার্শা) : এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন । এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সোহরাব হোসেন, জাকের পার্টির প্রার্থী সবুর খান, জাতীয় পার্টির প্রার্থী আক্তারুজ্জামানসহ ৫জন।

যশোর-২ (র্ঝিকরগাছা-চৌগাছা) : এ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. তৌহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল আওয়াল, জাকেরপার্টির প্রার্থী সাফারুজ্জামান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র প্রার্থী শামছুল হক ও জাতীয় পার্টির  ফিরোজ শাহ।

যশোর-৩ (সদর) : এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী কাজী নাবিল আহমেদ এমপি, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের তৌহিদুজ্জামান, জাতীয় পার্টির মাহবুব আলম, তৃণমূল বিএনপির কামরুজ্জামান, জাকের পার্টির মহিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান ও ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায়।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) : এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী এমপি রনজিৎ কুমার রায়, সন্তোষ কুমার অধিকারী, জাকের পার্টির লিটন মোল্ল্যা, জাতীয় পার্টির জহরুল হক, তৃণমূল বিএনপির লে.কর্নেল শাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল ও ইসলামী ঐক্যজোটের ইউনুছ আলী।

যশোর-৫ (মণিরামপুর) :  এ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু, হুমায়ুন সুলতান, কামরুল হাসান বারী, ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, জাকের পার্টির হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা ও জাতীয় পার্টির এমএ হালিম।

যশোর-৬ (কেশবপুর) : এ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহীন চাকলাদার এমপি, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলাম, খন্দকার আবদুল আজিজ, এইচ এম আমির হোসেন, জাতীয় পার্টির জিএম হাসান ও জাকের পার্টির সাইদুজ্জামান।

আজ শুক্রবার ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল দায়ের ও নিষ্পত্তি, ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।

এদিকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ মনোনয়নপত্র দাখিলের আগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বকুলতলায় বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, এসএম আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ সম্পাদক সুখেন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, শেখ রফিুকল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীসহ নেতৃবৃন্দ। মনোনয়ন দাখিল করে এমপি নাবিল আহমেদ গরীব শাহ মাজার, কারবালায় দাদা-দাদির কবর জিয়ারত, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি আলী রেজা রাজু ও নওদাগাঁয় সাবেক সংসদ সদস্য রওশন আলীর কবর জিয়ারত করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)