Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা বেতার শিল্পী মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০২:৪৫:১১ পিএম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর উপজেলার মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) গ্রামের মৃত বাবর আলী সরদারের পুত্র আশাশুনি সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও সংগীত শিক্ষক, খুলনা বেতারের নিয়মিত নজরুল গীতি শিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৬৬) বৃহস্পতিবার ভোরে মধ্যম চাপড়াস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

পরিবার সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দীর্ঘদিন ডায়াবেটিক, হৃদরোগসহ বিভিন্ন কঠিন ও জটিল রোগে ভুগছিলেন। গত প্রায় ১৫ দিন পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কঠিন ব্যধি ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসক আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরিয়ে দেন। বুধবার বিকালে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে আনা হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে উল্লিখিত সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওইদিন বিকালে বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা পূর্ব উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুরের উপস্থিতিতে পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব, ইউপি চেয়ারম্যান মাহবুবু?ুল হক ডাবলু ও এস, এম হোসেনুজ্জামান হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা আব্দু হান্নান, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী,  উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুল করিম, মুনসুর রহমান সহ পরিবারের লোকজন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)