আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ধান ঝাড়া মেশিনের ফ্যানে জড়িয়ে আফিয়া নূর নামের ৪ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, আলমডাঙ্গার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ক্লিনিক ব্যবসায়ী নূর মোহাম্মদ টিপুর একমাত্র কন্যা আফিয়া নিজেদের বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক ফাঁকে বেখেয়ালী আফিয়া ধান মাড়াইয়ের মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় মেশিনের ঘুরন্ত ফ্যানে মাথায় আঘাত লেগে প্রচণ্ড রক্তাক্ত জখম হয়। সাথে সাথে টিপুর নিজের ক্লিনিকে নিয়ে আসে। কিন্তু মেয়ের জ্ঞান না ফিরলে দ্রুত কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র আদরের মেয়ে ৪ বছরের আফিয়া নূরের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার রাতেই ৯টার দিকে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। আফিয়ার বাবা নূর মোহাম্মদ টিপু তার অবুঝ কন্যার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।