Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর-৪ আসনে মনোনয়নপত্র  জমা দিলেন এনামুল হক বাবুল

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ০৩:১৭:৫২ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেএম আবু নওশাদের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অর্লিয়ার রহমান, সহসভাপতি গাজী নজরুল ইসলাম, বিকাশ রায় কপিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম বিশ^াস, সাধারণ সম্পাদক সফি কামাল, তাঁতীলীগের সাধারণ সম্পাদক এমএম আজিম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক তাপস ফারাজী, ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, অ্যাড. রওশন কবীর টুটুল, যুবলীগ নেতা শেখ জাকির হোসেন, ছাত্রলীগ নেতা মেসাদ্দেক হায়াত রুম্মানসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকমন্ডলী উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)