রামপালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেফতার ১০

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১১:৩৪:২৭ এম

 

রামপাল প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বাসের মালিক খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন । পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সত্যতা  নিশ্চিত করে জানান, গাড়ির মালিক এজাহার দাখিলের পর বুধবার রাতে এজাহারনামীয় আসামিদের অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের আটকের জোর চেষ্টা চলছে ।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর রাত ৯ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের ফয়লাস্থ মোংলা বাস স্টান্ডের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় রামপাল থানায় বুধবার (২৯ নভেম্বর) রাতে মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ সময় ১০ জনকে আটক করা হয় । তারমধ্যে ৮ জন বিএনপির নেতাকর্মী বলে জানাগেছে।

আটককৃতরা হলেন, উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের পুত্র গাজী মুজিবর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোজাফফরের পূত্র ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের পুত্র মোঃ হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির পূত্র মোঃ মোস্তফা মুন্সী (৫৫), কুমলাই গ্রামের শাহিন শেখের পুত্র আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোঃ এসকেন্দার শেখ (৩৮), দলদাহ গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের আঃ মজিদ শেখের পুত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৩৭)।

মামলার এজাহারে বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় তার রেজিস্ট্রেশনকৃত ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর এর বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল। ওই সময় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে অগ্নি সংযোগ করে। এতে তার ৩ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।