Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নরেন্দ্রপুরে যুবককে অপহরণ ও মারপিটের ঘটনায় মামলা

এখন সময়: শুক্রবার, ৯ মে , ২০২৫, ১১:২৮:০৫ এম

 

নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা না দিয়ে ছেলে ফয়সাল হোসেনকে অপহরণ ও মারপিটের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার অপহৃতের পিতা সদরের নরেন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

আসামিরা হলো, নরেন্দ্রপুর গ্রামের হারুন হোসেনের ছেলে জুয়েল হোসেন, জাকির হোসেন, জাকিরের ছেলে মাহিম হোসেন এবং মোকলেচ হোসেনের ছেলে বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনী।

মামলার অভিযোগে জানা গেছে, আনোয়ার হোসেন টিউবওয়েল মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। আসামি জুয়েল হোসেনের কাছে তিনি ২০ হাজার টাকা পেতেন। এ টাকা না দিয়ে আজ না কাল করে ঘোরাচ্ছেন। পাওনা টাকা পরিশোধের তাগিদ দেয়ায় জুয়েল ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেনের উপর। এ ঘটনার জের ধরে গত ১৯ নভেম্বর সন্ধ্যায় আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল হোসেনকে নরেন্দ্রপুর রাস্তার খাঁ-বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর জুয়েলের বাড়িতে আটকে রেখে মারপিট ও কাইচি গরম করে তার গায়ে ছ্যাকা দেয়। গভীর রাতে আসামিরা মাদক সেবন করে ঘুমিয়ে পড়লে ফয়সাল হোসেন পালিয়ে বাড়ি চলে যায়। গুরুতর আহত ফয়সালকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে এ ঘটনায় থানায় অভিযোগে দিলে তা রেকর্ড না হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।  

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)