ফরহাদ খান, নড়াইল: নড়াইলের দু’টি আসনে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী, সহকারী রিটার্নিং অফিসার রুনু সাহা ও আজগর আলীর কাছে প্রার্থী এবং তাদের সমর্থকরা মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে-নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবিরুল হক মুক্তি, জাতীয় পার্টির মিল্টন মোল্যা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাতীয় পার্টি জেপি) শামিম আরা পারভীন ইয়াসমিন, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী, নৌকা প্রতীকের প্রার্থী কবিরুল হক মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক ও শিকদার শাহাদাত হোসেন ।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা, জাতীয় পার্টির অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (ছালু) প্রার্থী মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান, জাকের পার্টির মিজানুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু এবং জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম।