নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কথা সাহিত্যিক ড. এম আমানুল্লাহ’র (ইবাইস আমান) জন্মোৎসব উদযাপিত হয়েছে। বুধবার যশোর ইনস্টিটিউটের শিশু চিত্ত বিনোদন কেন্দ্রে বিশিষ্ট এই কথা সাহিত্যিকের জন্মোৎসবের আয়োজন করা হয়। জন্মোৎসব পালনের পাশাপাশি এদিন তার রচিত গ্রন্থ ও সাহিত্যকর্ম নির্ভর একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। লেখকের সুহৃদ ও সভ্যবৃন্দের উদ্যোগে ছিল এই আয়োজন।
জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ড.সন্দিপক মল্লিক।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক এফএম আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, মফিজুর রহমান রুন্নু, ড. শাহনাজ পারভীন, আশরাফ হোসেন, শাহজাহান কবির, শাহিন চৌধুরী প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন শ্রাবণী সুর, নাজমুন নাহার রিনু, হামিদা হিমু, সুমন রেজা ও সিরাজুম মুনিরা শাম্মি।