নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে প্রেসক্লাব যশোরের নির্বাচন। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে নির্বাচনটি স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি। ফলে আজ ক্লাবটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইসহক জানান, প্রেসক্লাবের ভোটাধিকারের বিষয়ে সাবেক একজন সদস্য আদালতে চ্যালেঞ্জ করায় আজকের নির্বাচনটি স্থগিতের রায় দেন বিচারক।
তিনি জানান, প্রেসক্লাব যশোর কর্তৃপক্ষ আইনজীবীর মাধ্যমে ওই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন। আজ আদালতে সেই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পর প্রেসক্লাব যশোরের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
বুধবার রাতে প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির সাথে এক বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইসহক এ তথ্য জানান।