নিজস্ব প্রতিবেদক: বেনাপোলের দুই মাদক ব্যবসায়ীকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলো, বেনাপোল বড় আঁচড়া গ্রামের কিসমত আলীর ছেলে সুমন ও একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শাহাজাহান কবির।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১১ সালের ২৩ জানুয়ারি কোতয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুলেরহাট বাজারে অভিযান চালায়। এসময় সন্দেহজনক ভাবে সুমন ও কবিরকে আটক করা হয়। আটক দুইজনের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সাব্বিরুল ইসলাম আটক দুইজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই শম্ভু বিশ্বাস আটক দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সুমন ও কবিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।