নিজস্ব প্রতিবেদক: যশোরে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৮ সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কক্ষে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার এ সময় চেক হস্তান্তর করেন।
প্রয়াত ১৮ কর্মচারীর পরিবারের হাতে এদিন ৮ লাখ টাকা করে ১ কোটি ৪৪ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ।