ক্রীড়া প্রতিবেদক: মাহাদীর অপরাজিত ফিফটিতে যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ পর্বের খেলা দ্বিতীয় জয় পেয়েছে আসাদ ক্রিকেট একাডেমী। সোমবার স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আসাদ ক্রিকেট একাডেমী ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে ম্যাগপাই ক্লাবকে। আসাদ ক্রিকেট একাডেমী সুপার ফোর পর্বের ২ খেলায় জয় পেলেও প্রতিপক্ষ ম্যাগপাই ক্লাব ২ খেলার দুটিতেই পরাজিত হয়েছে। টসে হেরে প্রথমে ব্যাট করে ম্যাগপাই ক্লাব। ৪৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করে তারা। দলের পক্ষে সুজন ৩২, মিরাজ মামুন ৩১, মাহাবুব হোসেন ২২, মহাসিন আহমেদ ১৬ ও তানজিম ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। আসাদ ক্রিকেট একাডেমীর শমিম শরিফ ২২ রানে একাই নেন ৫ টি উইকেট। এছাড়া হামিদুল হক ২৩ রানে ৩ টি উইকেট নেন। জবাবে, ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় পায় আসাদ ক্রিকেট একাডেমী। তাদের মাহাদী একাই অপরাজিত ৬০ রান করেন। এছাড়া হাসানুজ্জামান ২৯, শামিম শরিফ ২৮ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। ম্যাগপাই ক্লাবের সিফাত ৩৭ রানে একাই নেন ৫ টি উইকেট। চারটি দল থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্র্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় সর্বোাচ্চ পয়েন্ট অর্জনকারী দল রানার্স আপ হবে। আজকে (মঙ্গলবার) লিগের কোনো খেলা নেয়। কালকের ( বুধবার) খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে আর এন রোড ক্রীড়া চক্র ও ম্যাগপাই ক্লাব।