ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম পদত্যাগ করেছেন। রোববার লিখিত পদত্যাগ পত্রে তিনি বলেন, গত ২৮ জুলাই যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের বর্তমান কমিটির (চার বছর মেয়াদী) মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখনও পর্যন্ত আমাকে জানানো হয়নি আগামী নির্বাচনের কথা। এমনকি নির্বাচনের বিষয়ে সভা আহবাণ বা পরবর্তী কার্যক্রম কি হবে তাও জানিনা। এমন পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ কমিটিতে থাকা সমীচিন নয় বলে আমি মনে করছি। এ কারণে বর্তমান নির্বাহী কমিটির সদস্য পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। এখন থেকে যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সাথে আমার কোনো সম্পর্ক নেই।